রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক
আপডেট: সোমবার, ২১ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ায় মাদক সেবনের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

সোমবার(২১ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার পাতাবাড়ি আমগাছতলা এলাকায় মাদক সেবন কালে শাহ আলমের ছেলে গিয়াস উদ্দিন(১৮) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. তাজ উদ্দিন জানান,সোমবার উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার আসামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আরো খবর: