শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু,নিখোঁজ ২

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয় ও ২ শিশু এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

মৃত শিশু টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল (১২)এবং নিখোঁজ শিশুরা একই গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২)। মো. নজিরের ছেলে নজরুল হক (১২)। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়া আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসার ছাত্র।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ শিশু ইমরান হোসেনের পিতা কোরবান আলী।

কোরবান আলী বলেন, আজ দুপুরে আমার ছেলে সহ আরো দুইজন শিশু ও মাদ্রাসার শিক্ষক সহ টেকনাফ সমুদ্র সৈকত মহেশখালী পাড়া নৌঘাটে গোসল করতে গেলে তারা ৩ জনেই সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে পড়ে। পরে খোঁজাখোজি করে নুর কামালকে উদ্ধার করা গেলেও বাকি দুইজন ইমরান হোসেন ও নজরুল ইসলামকে এখনো পাওয়া যায়নি।ঘটনাস্থল থেকে উদ্ধারের পরে নুর কামালকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার বলেন, আজ দুপুর ১২ টার দিকে টেকনাফ মহেশখালী পাড়া নৌ ঘাট সাগরে ৩ শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নামে। এদের মধ্যে নুর কামাল নামে এক শিশু মারা যায়, বাকি দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা করছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ হয়। পরে এক শিশুকে উদ্ধার করা গেলেও বাকি আরো দুজন নিখোঁজ রয়েছে,তাদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। উদ্ধার শিশুটি মারা গেছে।


আরো খবর: