উখিয়া প্রতিনিধি:
উখিয়ার কুতুপালং হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা।
রবিবার(২০ মার্চ) অভিযানের সত্যতা নিশ্চিত করেন র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং ইউনিয়নের কুতুপালং হিন্দুপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নেয়। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ৮হাজার ৮শ পিস ইয়াবাসহ ক্যাম্প-৩ এর ডি-১৪ ব্লকের মৃত মির আহমদের ছেলে মোহাম্মদ আয়াস(২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।