বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে যৌথ অভিযানে ২টি চিংড়ী ঘের উচ্ছেদ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

মহেশখালী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ২০শে নভেম্বর সকালে শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর মৌজার ছেড়াদিয়া দ্বীপে বন বিভাগের সংরক্ষিত বন উজাড় করে গড়ে তোলা ২টি অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদ ও ষাইটমারা এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে দালান বাড়ী নির্মাণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মহেশখালী উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, মহেশখালী বন বিভাগের অভিযোগে ভিত্তিতে ২০ শে নভেম্বর সকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীকি মারমা,সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা কর্তৃক শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর মৌজার অর্ন্তগত ছেড়াদিয়া দ্বীপে বন বিভাগের সংরক্ষিত বন উজাড় করে গড়ে তোলা ২টি অবৈধ চিংড়ি ঘেরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী ও সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী এবং বন বিভাগ, মহেশখালী এর কর্মকর্তা ও কর্মচারীগণ সরেজমিনে উপস্থিতিতে অবৈধ ২টি চিংড়ী ঘের উচ্ছেদ করা হয়।

একই সাথে বন বিভাগ শাপলাপুর ইউনিয়নের ষাটমারা নামক স্থানে বন বিভাগের মালিকানাধীন জমিতে পাহাড় কেটে অবৈধভাবে দালান বাড়ি নির্মাণের কারনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অভিযুক্ত ব্যক্তির অবৈধভাবে বাড়ি নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে ছিলেন, মহেশখালী থানার এস আই মহসিন চৌধুরী পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, পাহাড় খেকো ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।


আরো খবর: