এম জিয়াবুল হক, চকরিয়া::
চকরিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর দোকান ও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফান উদ্দিন।
দণ্ডিত দুইটি বেকারির মধ্যে বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকার হ্যালো ব্রেড এর ম্যানেজার আবু ছালেহকে ৫০ হাজার টাকা এবং চিরিঙ্গা ইউনিয়নের মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারী এর স্বত্বাধিকারী মো:ফোরকানকে ৫০ হাজার টাকা সহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজার এর পরিদর্শক রনজিত কুমার মল্লিক ও চকরিয়া থানার এসআই আনিছুর এর নেতৃত্বে থানার পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো.এরফান উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা লঙ্ঘন করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, একই সময়ে আদালত কযেকটি ফিলিং স্টেশন, নির্মাণ সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচুপি, ভেজাল তৈল বিক্রি করা হচ্ছে কীনা যাছাই করা হয়। এসময় দোকান মালিক এবং সংশ্লিষ্টদের উল্লেখিত বিষয়ে বিশেষভাবে সর্তক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ##