শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেরিন ড্রাইভ এক্সটেনশন প্রকল্প পরিদর্শনে রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম (এনডিইউ, পিএসসি, পিএইচডি) কক্সবাজারে মেরিন ড্রাইভ এক্সটেনশন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে এই পরিদর্শনে তিনি ভাঙ্গারাস্তার মাথা হোটেল স্যামপান থেকে হোটেল সায়মন পর্যন্ত প্রস্তাবিত রাস্তা এবং সী-ওয়াল নির্মাণ কাজ পর্যবেক্ষণ করেন।

এসময় কমান্ডার ২ পদাতিক ব্রিগেড ম্যাপের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন।

জিওসি মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম বলেন, “সমুদ্রের পাড় ঘেঁষে সী-ওয়াল তৈরি করার পর হোটেল স্যামপান থেকে হোটেল সায়মন পর্যন্ত লিংক রোড তৈরি করতে হবে।”

পরিদর্শনকালে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমান্ডার ২ পদাতিক ব্রিগেড, কর্নেল এ্যাডমিন ও কর্নেল স্টাফ, জেলা প্রশাসক, মেরিন ড্রাইভ প্রকল্প পরিচালক, ৯ ইবি ও ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ,১০ এফআইইউ অফিসার ইনচার্জ, জাইকা প্রকল্পের রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ।


আরো খবর: