শিরোনাম ::
চকরিয়ায় তুলে নিয়ে যুবকের হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার পেকুয়ায় থানার ভেতরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে উখিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ বেড়ে ১৪৫ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার দুর্যোগ সুরক্ষায় ১৫ লাখ টাকা আপদকালীন জরুরি তহবিল হস্তান্তর করেছে জিইউকে

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কর্তৃক বাস্তবায়িত ও ইউএনডিপির সহযোগিতায় ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস এন্ড রিস্ক রিডাকশান ইনিশিয়েটিভস (ডিপিআরআর) প্রকল্পের উদ্যোগে
ইওসি সামগ্রী, দূর্যোগ সুরক্ষা সামগ্রী ও আপদকালীন জরুরি তহবিল হস্তান্তর অনুষ্ঠান
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন এর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) পক্ষ থেকে ইমারজেন্সি অপারেশন সেন্টারের জন্য ইওসি সামগ্রী, দুর্যোগ সুরক্ষা মালামাল ও আপদকালীন জরুরি তহবিলের জন্য ১৫ লক্ষ টাকার একটি চেক উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ, টি,এম, কাওসার আহম্মদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন, ইউএনডিপি ডিআরআর অ্যানালিস্ট ওবায়দুল ইসলাম মুন্না,কো-অর্ডিনেটর- ক্যাপাসিটি বিল্ডিং নীহার ঘোষ, টেকনিক্যাল অ্যাসোসিয়েটে- ডিআরএম
মো: আক্তারুজ্জামান, গণ উন্নয়ন কেন্দ্র’র প্রকল্প সমন্বয়কারী এ, টি,এম, ফেরদৌস এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প ইঞ্জিনিয়ার আহসান হাবীব চৌধুরী ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরেের কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও তানভির হোসেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও ইউএনডিপি’র এই উদ্যোগের জন্য উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আরো খবর: