শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শনিবার, ১০ মে ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অসুস্থ হয়ে ঢামেকে সাবেক মন্ত্রী শাজাহান খান, সিসিইউতে ভর্তি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪


ঢাকা, ০৪ নভেম্বর – কারাবন্দী সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে বুকের ব্যাথাজনিত কারণে তাকে পুলিশ পাহারায় ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুকের ব্যাথাজনিত কারণে অসুস্থ বোধ করায় আজ সোমবার বিকেলে ডিবি পুলিশ শাজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়। সেখানে তার ইসিজি করা হলে রক্তচাপ বেশি পাওয়া যায়। এছাড়াও তার ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা রয়েছে।

মো. ফারুক আরও বলেন, জরুরি বিভাগ থেকে পরীক্ষার পর শাজাহান খানকে হৃদরোগ বিভাগের সিসিইউতে পাঠানো হয়। সেখানেও তার কিছু পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।



আরো খবর: