শহিদ রুবেল::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকালে এই অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ।
সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, অভিযানে দুই ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৫ হাজার করে জরিমানা করা হয়। পাশাপাশি কুতুপালং বাজারের লম্বাশিয়া রোডের “আল মদিনা হোটেল এন্ড বিরানী হাউস”কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ভোক্তাধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ পলিথিনের বিরূদ্ধে এই অভিযান চালানো হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
###