শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শনিবার, ১০ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুলিশকে বিশেষ খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪


মুম্বাই, ০৪ নভেম্বর – শনিবার ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। তার এ জন্মদিনে নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন কিং খান। মান্নাতের নিরাপত্তায় থাকা সব মুম্বাই পুলিশকর্মীদের খাবারের বাক্স পাঠিয়েছেন এ অভিনেতা। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাংক ইউ নোট।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখের জন্মদিন মানেই মান্নাতের বাইরে ভক্ত-অনুরাগীদের দেখা যায়। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ শাহরুখ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

এবার মাঝরাতে মান্নাতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেননি বলিউড বাদশাহ। মন্নতজুড়ে তখন কড়া নিরাপত্তা। শনিবার একবারের জন্য শাহরুখকে দেখতে পাননি তার ভক্ত-অনুরাগীরা। এমনকি মুম্বাই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেননি একজনও।

অথচ এদিকে বাদশার ৫৯তম জন্মদিনে বান্দ্রার রাস্তায় জনতার ঢল নামে। শুক্রবার মাঝরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। কিন্তু এবারের জন্মদিনে সেই প্রথা ভাঙলেন কিং খান।

এবার মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সে রকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রঙ মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা। তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন।

আইএ/ ০৪ নভেম্বর ২০২৪



আরো খবর: