শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইয়াবাসহ রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে ৩০ বিজিবি

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে ১১ লক্ষাধিক টাকা মূল্যের ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা এক রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২ নভেম্বর) রামু ৩০ বিজিবি এই অভিযানে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আসামি ইমান হোসেনকে (৫৫) আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) দুপুরে বিজিবির টহলদল চেকপোস্টে একটি সন্দেহভাজন বাস থামায়। এইসময় বাসের একজন যাত্রী ইমান হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অবৈধ কোনো মালামাল থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ঈমান হোসেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের পুত্র।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামিকে ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হচ্ছে।


আরো খবর: