এম জিয়াবুল হক, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়ায় হাটবাজারে দ্রব্যমুল্যের উর্ধগতির লাগাম টানতে চলমান অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফান উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি এলাকায় নিত্যপন্যের দোকানে অভিযান পরিচালনা করেছে।
এসময় আদালত পন্য মুল্যের তালিকা টাঙ্গিয়ে না রাখা এবং কিছু পন্যে ক্রেতাসাধারণের কাছ থেকে বেশি দাম নেয়ার অভিযোগে তিনটি দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিন।
তিনি বলেন, সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে দ্রব্যমুল্যের উর্দগতি ঠেকাতে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছেন।
এরই অংশ হিসেবে গতকাল শনিবার বিকালে চকরিয়া পৌরশহরের সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে পন্য বিক্রিতে তালিকা না টাঙ্গানো ও অতিরিক্ত দাম নেয়ার অভিযোগে তিনটি দোকানদারকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
তিনি বলেন, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জনস্বার্থে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। ##