শিরোনাম ::
ভিসার বিষয়ে খালেদা জিয়াকে সহযোগিতা করবে সরকার রুপার দামেও রেকর্ড, বৃহস্পতিবার থেকে কার্যকর রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না মন্নতে বিরাট পার্টির আয়োজন করছেন শাহরুখ, অতিথি তালিকায় কারা? পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জন খালাস মাতামুহুরী নদীর তীরের সবজি খেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার উখিয়ার ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন তাসনিম তাসিন চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা বালুবিহীন বালি ইজারা ও বাজারের খাস কালেকশনের নামে হরিলুট বিতর্কে উখিয়ার এসিল্যান্ড বদলি জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাতামুহুরী নদীর তীরের সবজি খেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর তীরের সবজি খেত থেকে আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে গতকাল বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকার একটি সবজি খেত থেকে মরদেহটি উদ্ধার করে। তবে পুলিশ জানিয়েছে, গতকাল রাত পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসী জানান , বুধবার সকালে চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকার বাসিন্দারা পাশের সবজি খেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে দুপুরের দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন চকরিয়া থানার এসআই ইমরুল হক। তিনি বলেন, নিহতের চোখে ছুরিকাঘাত ও হাতে বিদ্যুতের শকের চিহ্ন রয়েছে। থারণা করা হচ্ছে, খুনীরা তাঁকে অন্যত্রে হত্যা করে রাতের আঁধারে
মৌলভীরচর এলাকার সবজি খেতে এনে লাশটি ফেলে দিয়েছেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, নিহতের পরিচয় সনাক্ত করতে কক্সবাজার থেকে সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছেন গতকাল বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে দাফনের জন্য মরদেহ আঞ্জুমানে মুফিদল ইসলামে হস্তান্তর করা হবে।


আরো খবর: