বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভারতে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১ – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ভারতে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১ - DesheBideshe


নয়াদিল্লি, ২২ অক্টোবর – ভারতে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া ভবনের নিচে আরও অন্তত পাঁচজন চাপা পড়ে আছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বেঙ্গালুরুর বাবুসপল্যায় নির্মাণধীন ভবনটি ভেঙে যায়। গত সপ্তাহ থেকে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

যেখানে ভবন ধসে পড়েছে সেখানে ইতিমধ্যে উদ্ধারকারীরা পৌঁছেছেন। ধ্বংসস্তূপ সরিয়ে ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। এখন পর্যন্ত অন্তত তিনজকে বাইরে নিয়ে আসতে সমর্থ হয়েছেন উদ্ধারকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত এক সপ্তাহ সেখানে এতই বৃষ্টিপাত হয়েছে যে— বৃষ্টির প্রভাবে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এরমধ্যে ইয়ালেহাঙ্কা নামের একটি এলাকার অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের নৌকার মাধ্যমে উদ্ধার করতে হয়েছে।

নিচু এলাকার যেসব বাড়ি ও অ্যাপার্টমেন্টে পানি ঢুকেছে সেখান থেকে পাম্পের মাধ্যমে পানি বের করার চেষ্টা করা হচ্ছে।

ভারতের বিভিন্ন জায়গায় এবার অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। যার কারণে ঘটেছে নানা অনাকাঙ্খিত ঘটনা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১ first appeared on DesheBideshe.



আরো খবর: