শিরোনাম ::
নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে ৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হলেন জার্মান নারী মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’ মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ এপ্রিলে, আভাস কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য! ভারতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, আহত মহিলা প্রশিক্ষণার্থী পাইলট ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি ঈদের দিন স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের দোষীদের বিচার নিশ্চিত করা এনসিপির প্রধান এজেন্ডা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪


ঢাকা, ২২ অক্টোবর – মিরপুর টেস্ট খেলাই দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। পরিবেশ-পরিস্থিতির কারণে সেটা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওয়ানা হয়েও আরব আমিরাতে থেমে গেছে সাকিবের যাত্রা।

সাকিব যেন মিরপুরে টেস্ট খেলতে না পারেন, সেজন্য বিসিবির কাছে স্মরক লিপি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। অন্যদিকে সাকিবভক্তরাও তাকে খেলানোর পক্ষে শেরে বাংলায় অবস্থান নিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বাঁহাতি অলরাউন্ডারকে দেশে ফিরতে অনুৎসাহিত করে বিসিবি।

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছাত্রদের পক্ষে কোনো কথা বলেননি সাকিব। সে কারণেই সাকিববিরোধীতা চরম আকার ধারণ করে। এছাড়া বিভিন্ন সময়ে সাকিবের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বাংলাদেশের ক্রিকেটভ্ক্তরা।

সাকিব ইস্যুতে যখন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ উত্তাল, তখন বাঁহাতি অলরাউন্ডারের একটি সাক্ষাৎকার প্রকাশ করে আবুধাবী টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’।

বাংলা টাইগার্সের প্রকাশিত ভিডিওতে সাকিবকে বলতে দেখা যায়, ‘আপনি আমাকে পছন্দ করেন অথবা ঘৃণা করেন, এটি নিয়ে আমি ভাবি না। কিন্তু আমার সঙ্গে খেলতে আসবেন না।’

বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছেন সাকিব। তবুও কেন এত সমালোচনা? এসব সমালোচনা হওয়া কি আসলেই উচিত? এমন প্রশ্নে সাকিবের উত্তর- আসলেই সমালোচনা হওয়া উচিত।

৩৭ বছর বয়সী টাইগার ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।’

নেতিবাচক সংবাদ খেলায় প্রভাব ফেলে কিনা, এই প্রশ্নে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ অক্টোবর ২০২৪



আরো খবর: