শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় ৩১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাবের অভিযানে ৩১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউসুফ (৪২) নামে এক রোহিঙ্গা মাদক কারবারী আটক করা হয়েছে। র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ১৫ অক্টোবর) বালুখালী পানবাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, মোহাম্মদ ইউসুফ বালুখালী পানবাজারের একটি দোকানের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা শপিং ব্যাগ থেকে ৩১,৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ ইউসুফ উখিয়ার কুতুপালং ক্যাম্পের ব্লক-ডি তে বসবাসকারী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করছিল।

উদ্ধারকৃত ইয়াবাসহ মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর: