বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গুলি করে হত্যার ২৭ ঘণ্টা পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
গুলি করে হত্যার ২৭ ঘণ্টা পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ


কুমিল্লা, ০৯ অক্টোবর – কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কামাল হোসেনের মরদেহ ফেরত দিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নিহত হন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। কামাল সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক বলেন, ‘মঙ্গলবার মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়। তখন দুই দেশের আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৯ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গুলি করে হত্যার ২৭ ঘণ্টা পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ first appeared on DesheBideshe.



আরো খবর: