চট্টগ্রামে ট্রাকের এয়ার ক্লিনারের ভেতরে লুকানো অবস্থা থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৫৭ লাখ টাকা। খবর বাসসের।
র্যাব জানায়, তাদের কাছে তথ্য আসে, কতিপয় ব্যক্তি মাদকের একটি বড় চালান নিয়ে ট্রাকযোগে কঙবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১১টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বাঁশখালী এলাকায় পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্টের মাধ্যমে গাড়ি তল্লাশী শুরু করে।
এ সময় একটি ট্রাক হতে ২ ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা সাতকানিয়া কেওচিয়ার নিজাম উদ্দিনের পুত্র মোক্তার হোসেন (২২) এবং দক্ষিণ ঢেমশার আক্তার হোসেনের পুত্র রাসেলকে (২২) আটক করেন। পরবর্তীতে আটক আসামিদের জিজ্ঞাসাবাদে ও তাদের দেখানো মতে ট্রাকের নিচের অংশে এয়ার ক্লিনার বঙের ভিতরে বিশেষ কৌশলে লুকানো দুটি ইট-সদৃশ সাদা পলিথিনের ওপর টেপ মোড়ানো অবস্থায় ১৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দ ট্রাকটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।