শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাবেক এমপি জাফরসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলার টইটং ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহিম। মামলার চারজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টটংয়ের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলার শিকার হন আব্দুর রহিম। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার থানায় মামলা করেন।

আব্দুর রহিম বলেন, ঘটনার পর থানায় এজাহার দিলেও রাজনৈতিক কারণে তখন পুলিশ মামলা নেয়নি।

এজাহারে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দুপুরে ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসিনা আহমেদের পক্ষে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহিম। এ সময় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি’র নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে দা, রড ও লাঠি দিয়ে জখম করে। এরপর তারা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেয়।

মামলায় জাফর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উল্লেখযোগ্য আসামি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, আব্দুর রহিম নামের বিএনপির এক কর্মী ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ হোছাইন, ইউপি সদস্য মনজুর আলম, রহিম উল্লাহ ও জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়।

###


আরো খবর: