শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব


জেরুজালেম, ১৩ আগস্ট – ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের ছোঁড়া রকেটে কেঁপে উঠেছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব।

মঙ্গলবার (১৩ আগস্ট) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অত্যাধুনিক এম ৯০ রকেট নিক্ষেপ করে হামাস।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়েছিলো হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরো জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

হামাস জানায়, তেল আবিব শহর এবং এর আশাপাশে দুটি ‘এম-৯০’ রকেট দিয়ে হামলা করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে ইসরাইলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা দাবি করছে এই রকেট আঘাত আনতে পারেনি।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৩ আগস্ট ২০২৪





আরো খবর: