শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মধ্যপ্রদেশে দেয়াল ধসে ৯ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
মধ্যপ্রদেশে দেয়াল ধসে ৯ শিশুর মৃত্যু


নয়াদিল্লি, ০৪ আগস্ট – ভারতের মধ্য প্রদেশের সাগর জেলায় স্থানীয় সময় রোববার সকালে একটি দেয়ালধসে পড়ার ঘটনায় ৯ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রাজ্যের শাহপুরের হারদৌল বাবা মন্দিরের কাছে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘটনাস্থলে থাকা শিশুরা এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ওই শিশুরা মন্দিরে শিবলিঙ্গ তৈরিতে অংশ নিয়েছিল।

সে সময় মন্দিরের পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই বাড়িটি প্রায় ৫০ বছরের পুরোনো। ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হতাহত শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছর।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, আমি আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সরকার প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তা দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৪ আগস্ট ২০২৪





আরো খবর: