সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, গান শুনতে কত গুনতে হবে?

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, গান শুনতে কত গুনতে হবে?


ঢাকা, ১৪ জুলাই – রাহাত ফাতেহ আলী খান, পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পীর পৃথিবীজুড়ে রয়েছে কোটি কোটি ভক্ত। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। দ্বিতীয়বারের মত ঢাকার মঞ্চ মাতাতে আসছেন তিনি। আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক ফেসবুক পোস্টে রাহাত ফতেহ আলী খান নিজের এই কনসার্টের বিষয়টি জানান।

এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার (১৪ জুলাই) রাত ৮টা থেকে অনলাইনে কনসার্টের টিকেট পাওয়া যাবে। টিকিটের মূল্য ১০ হাজার টাকা।

বিএইচএনের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শুধু এক ক্যাটাগরির টিকেট বিক্রি করছেন তারা। কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান।

তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তুম যো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

আইএ/ ১৪ জুলাই ২০২৪





আরো খবর: