ঢাকা, ১৩ জুন – ওপার বাংলার দুই জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেব। ক্যারিয়ারে একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছেন তারা। সুসময় কি দুঃসময়, পাশে থেকেছেন একে অপরের।
সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জিতে তৃণমূল থেকে সাংসদ হয়েছেন দেব। কথা দিয়েছিলেন, নির্বাচনে যে কয়টা ভোট পাবেন, সে কয়টা গাছ লাগাবেন তিনি। ভোটে জিতে কথা মতই কাজ শুরু করেছেন এই অভিনেতা। আর এমন মহৎ উদ্যোগে দেবের দিকে হাত বাড়িয়ে দিলেন টালিউডের বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ। প্রমাণ করলেন, যেকোনো মুহূর্তেই দেবের পাশে আছেন তার বুম্বাদা।
দেবের বৃক্ষরোপণের উদ্যোগে শামিল হয়ে ১০ হাজার গাছ উপহার দিয়েছেন প্রসেনজিৎ। দেবকে প্রশংসা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রসেনজিৎ লেখেন, ‘দারুণ উদ্যোগ দেব। আমি সাথে আছি… আমার তরফ থেকে রইল ১০,০০০ গাছ।’
এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃক্ষরোপণের উদ্যোগ প্রসঙ্গে দেব বলেন, ‘ভারতবর্ষের ইতিহাসে আজ অবধি কোনও সাংসদ এমন উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই। যদি অন্তত ৪০-৫০ শতাংশ সাংসদ নিজেদের সংসদীয় কেন্দ্রে বৃক্ষরোপণের উদ্যোগ নেন, তাহলে আমাদের দেশে সবুজায়ন হবে। বদলে যাবে চেহারাও।’
নির্বাচনে ঘাটাল থেকে দেব মোট ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি ভোট পেয়েছেন। সেই মতোই কথা রাখতে চলেছেন এই তারকা সাংসদ।
এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া প্রসেনজিতের বক্তব্য, এর আগেও তিনি দেবের নানা রকম সমাজকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িয়ে ছিলেন। তাই এবারও কোনো ব্যতিক্রম ঘটালেন না এই অভিনেতা।
আইএ/ ১৩ জুন ২০২৪