কক্সবাজারের পেকুয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ইভটিজিং ও গণ উপদ্রবের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার আবুল হোছনের ছেলে মো. ইলিয়াছ (৩২) ও আবু তাহেরের ছেলে মো. আমজাদ (২২)। এরমধ্যে ইলিমাছকে ১০দিন ও আমজাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, এক মাদরাসা শিক্ষার্থীকে অভিযুক্ত দুই আসামী দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গত ২৬ মে ভুক্তভোগী শিক্ষার্থীকে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে আসামীগণ অশালীন আচরণ ও টানাহেঁচড়া করে। বৃহস্পতিবার শুনানি ও সাক্ষীদের জবানবন্দিতে তা প্রমাণিত হওয়ায় এক আসামীকে ১০দিন ও অপর আসামীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের উত্যক্ত করা প্রতিরোধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে থানার হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাঁদের কারাগারে পাঠানো হবে।