শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় ভাবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দেবরের!

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় দেলোয়ার হোছাইন (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে এক গৃহবধকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। দেলোয়ার হোছাইন উপজেলার টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার মৃত গোলাম রহমানের ছেলে ও সম্পর্কে ওই গৃহবধূর দেবর হয়। বুধবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান ভুক্তভোগী গৃহবধূ।

ওই গৃহবধূ আরও জানান, আমার স্বামী একজন প্রবাসী। ছয়মাস পূর্বে আমার স্বামী বিদেশ চলে যায়। এসময়ের মধ্যে আমার দেবর দেলোয়ার হোছাইন আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় বারবার আমাকে শারিরীকভাবে হেনস্থার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় গত ১৭ মে রাতে পরিবারের অন্যদের অনুপস্থিতে আমার শয়নকক্ষে ঢুকে আমাকে ধর্ষণ চেষ্টা করে। এসময় আমার সাথে তাঁর ধস্তাধস্তি হয়। তখন সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। এতে আমি ও আমার এক বছরের শিশুও আহত হয়। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমার শিশুসহ আমি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। নিরাপত্তার কথা চিন্তা করে হাসপাতাল থেকে আমি আর আমার শ্বশুরবাড়ি যায়নি। আমার বাপের বাড়ি চলে আসি। এব্যাপারে আমি পেকুয়া থানায় অভিযোগ করতে গেলে তাঁরা আমাকে নারী কোর্টে মামলা করার পরামর্শ দেন।

জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, এ বিষয়ে আমি এখনো পর্যন্ত কিছুই জানিনা। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে জানতে অভিযুক্ত দেলোয়ার হোছাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।


আরো খবর: