শিরোনাম ::
ঝিনাইদহের সাবেক ২ এমপির অন্তর্বর্তী জামিন ১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ চকরিয়ায় মহামারি প্রার্দুভাব মোকাবেলায় গৃহপালিত ৩০০ গরু ও ছাগলকে টিকাদান রামুর দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কেটে পানের বরজ, জানেনা বন বিভাগ চকরিয়ায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই পলাতক আসামি গ্রেফতার ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ চকরিয়ায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির ম্যানেজারসহ ১০ ঘন্টার ব্যবধানে তিনজন নিহত ঈদগাঁওতে ছোট ভাইয়ের হাতে খুন হলো বড় ভাই উখিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে হেলপ কক্সবাজার ও গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

রামু প্রতিনিধি::

রামুতে হেল্প কক্সবাজার ও গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টারের যৌথ উদ্যোগে “উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে যুব সমাজের ভুমিকাই প্রধান” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইপসা সিভিক কনসোর্টিয়াম এর সার্বিক সহযোগিতা শুক্রবার (২৫ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় রামু চৌমুহনী সংলগ্ন গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টার মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টানা তিনটি বিতর্কের পর সমাপনী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন বিরোধী দলের হাসানুজ্জামান আদিল, অনিন্দিতা বড়–য়া স্নেহা ও আরফাত। এতে রানার আপ হন সরকারি দল সমর্থিত দলের প্রতিযোগি আসাদুল ইসলাম, আফনান ইসলাম নোভা ও জেসিকা আজাদ। এতে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বিরোধী দলীয় দলনেতা আবু সালেহ মোহাম্মদ হাসানুজ্জামান আদিল।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন- গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টার (জিইএলসি) এর ইংলিশ ট্রেইনার বোরহান উদ্দিন ইমরোজ ও উপদেষ্টা সাংবাদিক সোয়েব সাঈদ। এতে স্পিকারের দায়িত্বে ছিলেন জিইএলসি’র সভাপতি সাহেদুল ইসলাম রায়হান।
বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইপসা সিভিক কনসোর্টিয়াম প্রজেক্ট এর মিল অফিসার মোঃ আবু তাহের ও হেল্প কক্সবাজার এর প্রজেক্ট ম্যানেজার সাদেকুল ইসলাম। অতিথিবৃন্দ বলেন- এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সকল প্রতিযোগিসহ শ্রোতারা উগ্রবাদ ও সহিংসতা সম্পর্কে অবগত হবে এবং সমাজের যুব সমাজ উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ করতে সক্ষম হবে।
বিতর্ক প্রতিযোগিতায় সমন্বয়কারি ছিলেন- জিইএলসি’র সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, তৌফিকুল ইসলাম, আলাউদ্দিন, ফারহানা সেলিম সামিয়া ও ফাহিমা ইসলাম আরাভি। প্রতিযোগিতায় টাইম কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন- জিইএলসি’র উপস্থাপনা সেক্রেটারি আফরাহ বিনতে সামশ। অতিথিবৃন্দ প্রতিযোগিতা বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টার (জিইএলসি) এর সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম। তাঁর সমাপনি বক্তব্যের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়।


আরো খবর: