রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুবদিয়ায় সাংবাদিকের ওপর হামলা, ইউ‌পি চেয়ারম্যান কারাগারে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কুতুব‌দিয়ায় সাংবা‌দিককে হত‌্যা চেষ্টা মামলায় ইউ‌পি চেয়ারম‌্যান‌কে কারাগারে প্রেরণ ক‌রে‌ছে আদালত। বুধবার (২৪ এপ্রিল) কুতুব‌দিয়া জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে চেয়ারম‌্যান হাজির হ‌য়ে জা‌মি‌নের আ‌বেদন ক‌রেন।

আদালত সূত্র জানায়, গত ১৯ এ‌প্রিল বাংলা‌দেশ প্রতি‌দি‌নের কুতুব‌দিয়া প্রতি‌নি‌ধি মিজানুর রহমান‌কে হত‌্যা চেষ্টা মামলার আসামি কৈয়ার‌বিল ইউ‌পি চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের আহ্বায়ক মোহাম্মদ আজমগীর মাতবর।

বুধবার তি‌নি আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মি‌নের আ‌বেদন কর‌লে বিজ্ঞ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী চেয়ারম‌্যা‌নের জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে জেল-হাজ‌তে প্রেরণের নি‌র্দেশ দেন।

একই মামলায় চেয়ারম‌্যা‌নের অপর দুই ভাই উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আওরঙ্গ‌জেব মাতবর ও মোজা‌হিদুল ইসলাম সে‌লিম গ্রেফতা‌রের এক‌দিন পর জা‌মি‌নে মুক্ত হন।
####


আরো খবর: