কক্সবাজার পৌরসভার সদর হাসপাতাল এলাকা থেকে আট মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
জসিম উদ্দিন (৫৪) কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার নুর আহম্মদ ওরফে নুর মিস্ত্রীর ছেলে।
র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ এপ্রিল সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর ১৮৩/২২, এসটি-১৪৫৫/২২, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮ মোতাবেক মামলা রয়েছে। এই মামলায় তাকে আট মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দণ্ডাদেশ এড়িয়ে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করেছেন র্যাব ১৫ সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।