সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে গাঁজাসহ গৃহবধূ আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

টেকনাফে গাঁজা সহ সেতারা বেগম (২২) নামে এক গৃহবধুকে আটক করেছে র‍্যাব সদস্যরা। আটক গৃহবধু টেকনাফ সদরের ছোট হাবিব পাড়ার সৈয়দ আলমের স্ত্রী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দক্ষিণ শীলখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে কক্সবাজার থেকে এক মহিলা মাদক কারবারী যাত্রী বেশে সিএনজি যোগে অবৈধ মাদকদ্রব্য টেকনাফের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ শীলখালী এলাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় তল্লাশী অভিযানে টেকনাফগামী একটি সিএনজিতে যাত্রীবেশে থাকা এক মহিলা যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার হেফাজতে থাকা একটি নীল রংয়ের শপিং ব্যাগ তল্লাশী করে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারির বরাতে র‍্যাব জানায়, আটক মাদক কারবারি বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালিয়ে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো খবর: