কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এর ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম নজির আহম্মদ (২৮)। সে উনচিপ্রাং ক্যাম্প নং-২২ ব্লক-সি/১ এলাকায় বসবাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ক্যাম্পে নানাবিধ অপরাধ সংঘটিত করতো।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালায়। এ সময় নজিরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত নজিরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান আব্দুস সালাম চৌধুরী।