শিরোনাম ::
স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করছে অস্ট্রেলিয়া কক্সবাজারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিলেন বাইডেন? র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩ শান্তিপূর্ণভাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, নির্বাচিত হলেন যারা বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে উদ্ধার কক্সবাজারের ৩ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসার অভিযোগ তদন্তে আসছে উচ্চ পর্যায়ের টিম চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাবেক সাংসদের পিএসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজার সদরে আবছার, মহেশখালীতে জয়নাল ও কুতুবদিয়ায় হানিফ নির্বাচিত
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় জেলফেরত আসামিকে খুনের ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি ভুট্টো অবশেষে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালীর আলোচিত আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামী জেল ফেরত আবদুর রহমানকে বাজার থেকে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। তবে মামলাটি রুজু হবার একদিন আগেই পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নেওয়া মুল কিলার অন্য একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেন ভুট্টোকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
আগেরদিন বুধবার দুপুরে উপজেলার মালুমঘাট রিজার্ভ পাড়া সংলগ্ন রেললাইন এলাকা থেকে জনগণের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার খুনি আসামি ভুট্টোকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করে পুলিশ। পরে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মার্চ) ইফতারের আগমুহুর্তে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারের অদূরে মসজিদ এর পাশে একটি হোটেলে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আবদুর রহমান। এসময় ৭-৮ জন অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিত সেখানে হানা দিয়ে টানাহেছঁড়া করে পাশের রিজার্ভ বনাঞ্চলের ভেতরে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাঘাত করে আবদুর রহমানকে খুন করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবদুর রহমানের লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত
আবদুর রহমান ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানিয়েছে, নিহত আবদুর রহমান একবছর আগে ডুমখালী এলাকায় সংগঠিত আমির হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামী। সম্প্রতি সময়ে জামিন নিয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে ফিরছিলেন আবদুর রহমান।

এদিকে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ টিমের সদস্যরা খুনের ঘটনার ২ দিনের মধ্যে হত্যাকান্ডে অংশ নেওয়া মুল কিলার মোহাম্মদ হোসেন ভুট্টোকে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতারকৃত খুনি ভুট্টো অন্য একটি হত্যা মামলার একমাত্র আসামি। ওই মামলায় আদালত কতৃক ইতোমধ্যে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জামিনে এসে সেই থেকে পলাতক ছিলেন খুনি আসামি ভুট্টো। ##


আরো খবর: