শহিদ রুবেল::
কক্সবাজারের উখিয়ায় ১,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বাঙালি যুবককে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।
২৬ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্ট এর বি/১ ব্লক এলাকায় এই অভিযান চালায় ১৪ এপিবিএন। অভিযানে মোঃ পারভেজ (২০) নামে একজন বাঙালিকে ১,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার পালংখালী থানার বটতলি আনজুমানপাড়া এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্যাম্প কমান্ডার মাহমুদুল হাসান মামুনের নেতৃত্বে অপারেশন অফিসার এটিএম গোলাম রসুল ও সঙ্গীয় অফিসার-ফোর্স অংশগ্রহণ করেন। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।