ঢাকা, ১৩ জানুয়ারি – দেড় বছরের প্রেমের পর দাম্পত্যজীবনে প্রবেশ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি। কনের নাম সাজিন আহমেদ নির্জনা।
এদিন ফেসবুক পোস্টের ক্যাপশনে শুক্রবারের তারিখ যুক্ত করে জোভান লেখেন ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’
জানা গেছে, শুক্রবার পারিবারিকভাবে আকদ হয়েছে এ অভিনেতার। আগামী ২০ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক আয়োজন।
জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোভানের স্ত্রী নির্জনা। বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে।
আইএ/ ১৩ জানুয়ারি ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান first appeared on DesheBideshe.