রাজশাহী, ০৯ জানুয়ারি – রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর থেকে বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয় এমপি সাফারি নামের বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে কাজ করছে।
সূত্র: ঢাকা টাইমস
আইএ/ ০৯ জানুয়ারি ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত first appeared on DesheBideshe.