শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দুই মাস পর প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করল চীন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩


বেইজিং, ৩০ ডিসেম্বর – সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে অপসারণের দুই মাস পর নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে চীন। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দুই মাস আগে হঠাৎ করেই জনসম্মুখ থেকে আড়াল হয়ে যান সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। পরবর্তীতে জানা যায় তাকে অপসারণ করা হয়েছে। তবে কি কারণে এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাকে সরিয়ে দেয়া হয় সে বিষয়টি এখনো স্পষ্ট করে জানায়নি চীন সরকার।

এরমধ্যেই এবার নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করলো বেইজিং। শুক্রবার এক বিবৃতিতে নতুন মন্ত্রী হিসেবে নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুনের নাম ঘোষণা করা হয়।

অক্টোবরে লিকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানায় চীন। তবে গত ২৫ আগস্ট থেকেই তাকে আর দেখা যায়নি। অনেকের ধারণা লি-এর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ক্রয় বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। ওই সময় সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে গণমাধ্যমের বরাতে জানা যায়।

এদিকে, নৌবাহিনীর সাবেক প্রধানকে দায়িত্ব দেয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে চলছে আলোচনা। নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার ক্ষেত্রে চীনের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তাদের মতে, চীন দক্ষিণ চীন সাগরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনীতির নতুন প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে। আর এ কারণে নৌবাহিনীর সাবেক প্রধানকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩


আরো খবর: