শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩


কক্সবাজার, ২৯ ডিসেম্বর – কক্সবাজারে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, যেখানে দল সরকার পতনের একদফা নিয়ে আন্দোলন করছে সেখানে তারা দলের নীতি আদর্শ বিরোধী অবস্থান নিয়েছেন। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

তবে এ বিষয়ে বহিষ্কার হওয়া দুই নেতার সাথে মোবাইলফেনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে ২০ ডিসেম্বর মহেশখালী-কুতুবদিয়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরো দুই নেতাকে বহিষ্কার করা হয়।

সূত্র: কালবেলা
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩


আরো খবর: