রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজধানীতে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩


ঢাকা, ২৫ ডিসেম্বর – রাজধানী ঢাকার উত্তরায় টঙ্গীর অভিমুখে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। এক পর্যায়ে মালবাহী ট্রেনটি টঙ্গী রেলওয়ে ব্রিজের সামনে পৌঁছায়। এ সময় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩


আরো খবর: