চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এলাকা থেকে পাঁচ হাজার ৪৭০ পিস ইয়াবা জব্দসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাতে এসব ইয়াবা জব্দ এবং তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চারজনই রোহিঙ্গা। জব্দ করা ইয়াবার অনুমানিক মূল্য সাড়ে ১৬ লাখ টাকা।
আটক রোহিঙ্গারা হলেন, হোসেন আহম্মদ (২৫), রহিম মোল্লা (২৫), দ্বীন মোহাম্মদ (৩০) ও আজিজুল হক (৩২)। এছাড়াও বান্দরবনের সৈয়দ আলমকেও (৩৫) আটক করেছে র্যাব।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি যে, কর্ণফুলী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পাঁচ হাজার ৪৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকরা দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক কারবারির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।