শিরোনাম ::
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আচরণবিধি লঙ্ঘন: কক্সবাজারের এমপি কমলকে শোকজ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসূচির নামে এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশে নানা উসকানিমূলক শ্লোগান দেন এবং হৈ-হোল্লোড় করে।

“এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। পরে পুলিশ এসে মানববন্ধনকারীদের অন্যত্র সরিয়ে দেয়।

এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শাহীন ইমরান।

এদিন যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের মনোনয়নপত্র শতকরা এক শতাংশের ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

মিজান সাঈদ বলেন, ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তিনি যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়নপত্র বাছাই করে তাকে বাতিল ঘোষণা করা হয়।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।


আরো খবর: