শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নির্বাচন সামনে রেখে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
নির্বাচন সামনে রেখে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার


ঢাকা, ০৯ ডিসেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিরাপত্তা জোরদার করার জন্য বিমানবন্দরগুলোতে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করা হবে।

বেবিচক সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি বৈঠক করে। বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকের পর গত ৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপসচিব আহম্মেদ জামিলের সই করা এক চিঠিতে নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বেবিচক চেয়ারম্যানকে।

চিঠিতে সিকিউরিটি পাসের অপব্যবহার রোধ, সিসিটিভি ক্যামেরা সচল রেখে ফুটেজ যথাযথভাবে রেকর্ড করাসহ ১২ দফা নির্দেশনা দেওয়া হয়।

আরও জানা যায়, নিরাপত্তা জোরদারকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত ১০০ সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োগ দেওয়া হবে এপিবিএনের অতিরিক্ত ৬০ সদস্য। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ৫৪ আনসার সদস্য দেওয়া হবে।

এছাড়া সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনের সময় আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নির্বাচন সামনে রেখে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার first appeared on DesheBideshe.



আরো খবর: