সিলেট, ০৬ ডিসেম্বর – বিএনপি-জামাতের দশ ধাপের অবরোধের প্রথম দিনে সিলেটের কদমতলী বাস টার্মিনালে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাস টার্মিনালের যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়ভাবে চলাফেরা করে এমন একটি ছোটো বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে দাঁড়ায়। এ সময় বাসটির চালক ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বাসে আগেুনের ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা।
দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। যারা বাসে আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: কালবেলা
আইএ/ ০৬ ডিসেম্বর ২০২৩