শিরোনাম ::
চবি প্রক্টরকে লাঞ্ছিত করা ও ধর্ম অবমাননার অভিযোগে ১১ ছাত্রীসহ মোট ১২ জন বহিষ্কৃত সত্যিই কি সাইফের হামলায় পেছনে কারিনা, সন্দেহ বাড়ছে ৮ বছর পর নাফ নদীতে মাছ ধরার অনুমতি কক্সবাজারে যাত্রী সেজে গাড়ি ছিনতাই কক্সবাজার সীমান্তে চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ কুতুবদিয়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আটক চকরিয়ায় টিসিবির খাদ্য পন্য বিক্রি শুরু সুবিধা পাচ্ছে কার্ডধারী ২০১৪৫ পরিবার রামুতে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উখিয়ায় সাংবাদিকদের নিয়ে ডিএসকে এর নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা প্রক্টরকে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে চবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩


ঢাকা, ২৭ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি (জাপা)।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৮৯ আস‌নে প্রার্থী ঘোষণা ক‌রে‌ছে জাপা। বাকি আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ একটি।

এদিকে ঘোষিত তালিকায় দেখা গেছে, দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসন ফাঁকা রাখা হয়েছে।

এ ছাড়া তালিকায় জায়গা পাননি বর্তমান তিন এমপি। তারা হলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ও রংপুর-৩ আসনের সাদ এরশাদ।

ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। পিরোজপুর-৩ আসনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদ এরশাদের আসনে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহিষ্কৃত। রুস্তম আলী ফরাজী অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এ ছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।

সূত্র: কালবেলা
আইএ/ ২৭ নভেম্বর ২০২৩


আরো খবর: