নয়াদিল্লি, ২২ নভেম্বর – ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে জরিমানার মুখে পড়তে হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভরাতের সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে এ কথা জানিয়েছেন।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর একটি আবেদনের শুনানিতে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ মিথ্যা বিজ্ঞাপনী প্রচার পিছু কোটি টাকা জরিমানা করা হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছেন। শীর্ষ আদালত জানিয়েছেন, ভবিষ্যতে এমন অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, কোভিড প্রতিরোধী না-হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই আড়াইশ কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি। ২০২০ সালের ২৩ জুন প্রথমবার করোনিল কিট বাজারে এনেছিল পতঞ্জলি। করোনিল এবং শ্বাসারি বড়ি নামে দু’ধরনের ট্যাবলেট এবং অণু তৈল নামের ২০ মিলিলিটারের একটি তেলের শিশি নিয়ে তৈরি ওই কিটের দাম রাখা হয়েছিল ৫৪৫ টাকা। চাইলে আলাদাভাবে ট্যাবলেট এবং তেল কেনা যাবে বলেও জানানো হয়েছিল। তারপর ১৮ অক্টোবর পর্যন্ত মোট ২৩ লাখ ৫৪ হাজার করোনিল কিট বিক্রি হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
পতঞ্জলির বিরুদ্ধে শীর্ষ আদালতে মিথ্যা বিজ্ঞাপনী প্রচারের অভিযোগ এনেছিল আইএমএ।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ নভেম্বর ২০২৩