টাঙ্গাইল, ২১ নভেম্বর – টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়। এর আগে ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছলে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। পরে টাঙ্গাইল কমিউটার ট্রেন এসে যাত্রীদের নিয়ে ঢাকায় পৌঁছায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোররাতে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পথে টাঙ্গাইল রেল স্টেশন পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইসচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ নভেম্বর ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ শুরু first appeared on DesheBideshe.