শিরোনাম ::
সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ চকরিয়ায় তুলে নিয়ে যুবকের হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার পেকুয়ায় থানার ভেতরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ি’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালিতে নবনির্মিত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে পুলিশ ফাঁড়ি টি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নাসির উদ্দীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুখালি পুলিশ ফাঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার ( উখিয়া সার্কেল) মোঃ রাসেল, বিশিষ্ট সমাজ সেবক লতিফ আনোয়ার চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

উদ্বোধনকালে এ সময় পুলিশ সুপার বলেন,বালুখালি পুলিশ ফাঁড়ি টা নির্মিত হওয়ায় আপনারা সহজে আরো পুলিশিং সেবা পাবেন। এই ইউনিয়নের মাদক ও চোরাচালান বন্ধ করা সহ স্কুল, কলেজের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াতে করতে পারবেন এবং নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। আপনাদের সহযোগিতা ছিল বলে পুলিশ ফাঁড়িটি নির্মান করা গেছে। তাই আমরা সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,পালংখালি ইউনিয়নের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ফাঁড়িটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় মানুষের সহযোগিতায় বালুখালিতে পুলিশ ফাঁড়িটা নির্মিত করা হলো। বালুখালি পুলিশ ফাঁড়িতে ৫টি রুম বিশিষ্ট ও সেমিপাকা চতুর্পাশের কাঁটাতারে বেড়া রয়েছে।এবং ফাড়িঁর নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য বালুখালী পুলিশ ফাঁড়িতে ১ জন এসআই, ২ জন এএসআই ও ১৭ জন কনস্টেবল দায়িত্ব নিয়মিত দায়িত্ব পালন করবেন।


আরো খবর: