মুম্বাই, ০৪ নভেম্বর – বলিউডের জনপ্রিয় নির্মাতা গৌতম হালদার আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার এই মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) হৃদ্রোগে আক্রান্ত হলে গৌতম হালদার হঠাৎই অসুস্থতা বোধ করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষে আর হয়নি। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গৌতম হালদার শুধু সিনেমা নির্মাণেই নয়, বরং নাট্যব্যক্তিত্ব হিসেবেও তার প্রচুর সুনাম ছিল। তিনি প্রায় শতাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন। এছাড়া নিয়মিত তিনি সিনেমাও নির্মাণ করতেন।
প্রসঙ্গত, তার হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। গৌতম হালদারের ‘ভালো থেকো’ সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা। ২০০৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও অডিওগ্রাফির জন্য ভারতের জাতীয় পুরস্কারও পেয়েছিল।
আইএ/ ০৪ নভেম্বর ২০২৩