ইমরান আল মাহমুদ,উখিয়া::
৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,১০ ফেব্রুয়ারি রাতে রেজু আমতলী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালংয়ের গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
পরে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনায় সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।
এতে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১লাখ ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩কোটি ৬০লাখ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক।
উল্লেখ্য,৩৪বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত পয়ত্রিশ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের ১১লাখ ৯০হাজার,৩৫০পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি টাকা মূল্যের ১৪কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ একশত পাঁচ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১১ জন আসামী আটক করতে সক্ষম হয়।