শিরোনাম ::
রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন বহিস্কার চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের নিয়ে উখিয়ায় মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

রক্তদানে বাঁচবে প্রান, করবো মোরা রক্তদান এই স্লোগান সামনে রেখে উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর ৬ষ্ট তম বর্ষপূর্তি এবং ৬৪ জেলার ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের মানবিক কর্মকাণ্ডের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন সময় তাৎক্ষণিক (উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে) এক মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্ত দান করেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। 
২৮ অক্টোবর (শনিবার) উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উখিয়া উপজেলায় ব্লাড ডোনেশন ইউনিট কর্তৃক আয়োজিত সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
ঊর্মি সালমা চৌধুরী রুপার সঞ্চালনায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী মিলন মেলায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মাদ আনোয়ার,উখিয়া থানা এস আই বরকত উল্লাহ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  সরওয়ার কামাল পাশা, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, সংগঠনের উপদেষ্টা ও উখিয়া  নিউজ ডট কম এর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী (আবু চৌধুরী) সহ এনজিও এমএসএফ ও  ফ্রেন্ডশিপ এর কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে এক বিশাল র‍্যালিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন অত্র ব্লাড ডোনেশন ইউনিটের নেতৃবৃন্দ।


আরো খবর: