তেহরান, ২৫ অক্টোবর – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্দেশেই বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার (২৫ অক্টোবর) তেহরানে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।
খামেনি বলেন, যুক্তরাষ্ট্র অপরাধীদের নিশ্চিত সহযোগী। গাজায় যে অপরাধ সংঘটিত হচ্ছে তা যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে পরিচালনা করছে।
মার্কিনীদের হাত ‘নিপীড়িত, শিশু, রোগী, নারী এবং অন্য রক্তে রঞ্জিত’ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে জানতে হবে এই যুদ্ধে এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র বিজয়ী হবে। ভবিষ্যৎ বিশ্ব ফিলিস্তিনের বিশ্ব, ইহুদিবাদী শাসকের বিশ্ব নয়।
হামাস-ইসরায়েল সংঘাতের শুরু থেকে ফিলিস্তিনি জনগণ ও হামাসের লড়াইয়ের প্রতি সমর্থন দিয়ে আসছে ইরান।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ১৯ দিনে ছয় হাজার ৫৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে দুই হাজার ৭০৪ জন শিশু। এছাড়াও আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন ফিলিস্তিনি।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৫ অক্টোবর ২০২৩