শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে


জেরুজালেম, ২৪ অক্টোবর – অবরুদ্ধ গাজার হাসপাতালগেুলোতে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গাজা উপত্যকার হাসপাতালগুলোতে চিকিৎসাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিবৃতিতে হামাস বলছে, গাজার ৩২টি হাসপাতালের মধ্যে ১২টিতে এখন সেবাদান পুরোপুরি বন্ধ রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাকি হাসপাতালগুলোর সেবাদান সক্ষমতা ফুরিয়ে যাবে। বেশিরভাগ হাসপাতালে জ্বালানির মজুত তলানি নেমেছে।

হাসপাতালের দরজা খোলা থাকার মানে এই নয় যে, সেখানে আহতদের জন্য সেবাদান করা হচ্ছে, বিবৃতিতে সতর্ক করে দিয়েছে হামাস।

এদিকে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ৫ হাজার ৭৯১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলের বিমানবাহিনী। তারা টানা ১৮ দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত ৫ হাজার ৭৯১ জনের মধ্যে শিশু রয়েছে ২ হাজার ৩৬০ জন। অর্থাৎ ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। ইসরায়েলের হামলায় গাজায় কেবল গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়েছে, যদি গাজায় ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকে তাহলে কয়েকদিন পর সেখানে মানবিক বিপর্যয় দেখা যেতে পারে। যদিও এসব সংস্থার প্রচেষ্টায় ও বিভিন্ন দেশের চাপের কারণে এখন মিসরের রাফাহ সীমান্ত দিয়ে স্বল্প পরিমাণ ত্রাণ প্রবেশ করছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ অক্টোবর ২০২৩





আরো খবর: